জেলা প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে আনিস শেখ (৩৫) নামের ১ যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
আরও পড়ুন: খাল থেকে যুবকের লাশ উদ্ধার
নিহত যুবক, নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুশারেফ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরকান্দিপাড়া ইটের ভাটায় সন্ধ্যার পরে আনিসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্তরা। এর পরে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিগত ৫ বছরে এই উপজেলার কলাবাড়ীয়া গ্রামে অন্তত ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। বর্তমানে এই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
সান নিউজ/এমএইচ