সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন : কেশবপুর নিউজ ক্লাবের সভা অনুষ্ঠিত
শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯ টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ১ হাজার ৪৮০ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, এতে প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে আগুন
এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার,জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোরশেদ আলম হিরু সহ অনেকে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানা যায়।
সান নিউজ/এমআর