ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য, বালিয়াডাঙ্গীর বাসিন্দা ও নাট্যকর্মী হারুন অর রশিদের মা ফাতেমা বেগম অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন।
আরও পড়ুন: বিপিসিসিআই’র নতুন সভাপতি হুমায়ুন রশীদ
বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৫ টায় তিনি নিজ বাড়িতে মারা যান। এর আগে তিনি দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন। মরহুমার আরেক ছেলে বিজিবি সদস্য বাবুল হোসেন। স্বামী বজির উদ্দীন ফুলতলা গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন।
আরও পড়ুন: নানা সমস্যায় জর্জরিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ঠাকুরগাও-২ আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহবুবুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সান নিউজ/এনজে