এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপির বড় ছেলে ও সদ্য নির্বাচিত মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।
আরও পড়ুন: তদন্তাধীন মামলায় বিবৃতি বন্ধে নোটিশ
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, সাইফুর রহমান খান (বধির), কাজি মিজানুর রহমান (বধির), কানিজ ফাতেমা, লৎফর রহমানসহ জেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে মাদারীপুরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা।
সান নিউজ/এনজে