জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের জন্য উত্তাল সাগর। এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে আঘাত হানছে।
সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রেমালের কারণে সকাল থেকে কক্সবাজার শহরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
এ রকম বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকেরা ঝুঁকি নিয়ে উত্তাল এই সমুদ্রে গোসল করতে নামছেন। এ সময় ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা নানা ভাবে চেষ্টা করেও পর্যটকদের সমুদ্র থেকে তুলে আনতে পারছেন না।
এদিকে কক্সবাজারের লাবনী পয়েন্টে গিয়ে সরেজমিনে দেখা যায় যে, সৈকতের সুগন্ধা পয়েন্টে ৪০-৫০ জন পর্যটক এ উত্তাল সাগরে গোসল করছেন। এ সময় তাদেরকে সাগরে নামতে নানানভাবে বাধা দিয়েও কোন লাভ হয়নি।
জিয়াসমিন নামের ১ পর্যটক জানান, তিনি বন্ধুদের সাথে ঘুরতে এসেছে। এ সময় তারা সবাই গোসল করছে তাই আমিও নামলাম।
আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু
সি সেফ লাইফগার্ডের কর্মকর্তা জয়নাল আবদিন ভুট্টু জানান, এ বৈরী আবহাওয়ার মধ্যে সাগর খুবই উত্তাল। এ দিকে বাতাসের গতিও বেড়েছে এবং তার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই সময় সাগরে এক ধরনের রিপ কারেন্ট সৃষ্টি হয়। এজন্য এ সময় গোসল করা বিপদজনক। আমরা এই বিষয়টি ম্যাজিস্ট্রেট স্যারকে জানিয়েছি।
কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, এ সময় যারা গোসল করছিল তাদের সকলকে সাগর থেকে উঠানো হয়েছে। এর পরে যারা গোসলের জন্য নামবে বা কর্তৃপক্ষের নিষেধ মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ