মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে জোবায়ের মাহমুদ সাধারণ সম্পাদক ইমরান মোল্লা বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু
রোববার (২৬ মে) সকাল ৯টা হতে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সহকারি সমিতির অফিস কক্ষে এ ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এর মধ্যে জুবায়ের- ইমরান পরিষদ ও রতন- সাইফুল পরিষদ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দুটি প্যানেলে বিভিন্ন পদে ১৭ জন করে ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে জুবায়ের- ইমরান পরিষদের ১৭ জন সকলেই জয়ী হন। সহ-সভাপতি হন আতাউর রহমান ও মাধব মন্ডল।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
সহ-সাধারণ সম্পাদক পদে শামীম মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মকবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিজয়ী হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ আবুল হোসেন, লাইব্রেরী সম্পাদক রেজাউল কাদের মিঠু, প্রচার প্রকাশনা ও সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন, দফতর সম্পাদক দীপক বাড়ৈ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আতাউর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হন সাইফুল ইসলাম রাজন।
কার্যকরী সদস্য পদে রয়েছেন- শাহাবুদ্দিন, হাবিবুর রহমান সবুজ, বজলুর রশিদ, প্রবীর পাল ও সোহেল বেপারী।
ফলাফল রাত সোয়া ১১ টার নিশ্চিত করে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন জানান, ২৪৬ জন ভোটারের মধ্যে ২৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই বছর মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সান নিউজ/এনজে