সংগৃহীত
সারাদেশ

রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক (২১) নামের ১ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

মৃত শিক্ষার্থীর পরিচয়, নাম সৌভিক মল্লিক (২১)। তিনি মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। এ সময় অন্য ছাত্ররা তাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। এর পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আনারকে ২ বার হত্যার চেষ্টা করা হয়

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তিনি কেন এই ঘটনা ঘটিয়েছে সেটি নিয়ে তার রুমমেটের সাথে কথা বলেছি। তার রুমমেট আমাকে জানিয়েছে যে, বেশ কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন। তবে কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।

এই বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সৌভিকের লাশ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এছাড়াও তার অভিভাবকদেরকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের মানুষ মাগুরা থেকে রাজশাহী পৌঁছার পর এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা