জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম নয়ন (১৬) ও মো. তুহিন (১৭) নামের ২ স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (২২ মে) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
আরও পড়ুন: জাল নোটসহ দম্পতি গ্রেফতার
নিহতরা স্কুলছাত্ররা হলো, ছাতিয়ানতলী এলাকার আলাল উদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. তুহিন। মাহবুব আলম নয়ন ৯ম শ্রেণির শিক্ষার্থী ও মো. তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নয়নের নানা মো. শাহ আলম ফকির জানান, বুধবার বিকেলের দিকে ২ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এরপর সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি গাছের সাথে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলটি। এতে ২ জন গুরুতর ভাবে আহত হয়। এর পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিমানের তীব্র ঝাঁকুনিতে নিহত ১
সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই ইকবাল জানান, সিরাজদিখান সাতিয়ান তলি মাদরাসা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
সান নিউজ/এমএইচ