জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় লরির ধাক্কা মোটরসাইকেল আরোহী আল মামুন রাব্বী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত (১৮) নামে অন্য এক কলেজছাত্র আহত হয়েছেন।
আরও পড়ুন: বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ
বুধবার (২২ মে) বেলা ১১টায় উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় দূর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এছাড়া গুরুতর আহত আরাফাত একই এলাকার শরিফুল ইসলাম মিল্টনের ছেলে। তারা দুজনই আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে আল মামুন রাব্বী ও আরাফাত ইংরেজি প্রাইভেট পড়তে গফরগাঁও পৌর শহরে আসেন। মোটরসাইকেল বাড়ি ফেরার পথে ময়নার মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লরি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে রাব্বী ও আরাফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল মামুন রাব্বীকে মৃত ঘোষণা করেন। আহত আরাফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত কলেজছাত্র রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এএন