ঠাকুরগাঁও প্রতিনিধি: বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে সুশীল সমাজ, সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব,নারী নেত্রী, সাংবাদিক, যুবসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ক্রেতার সংকটে গুদামে পড়ে আছে পেঁয়াজ
বুধবার ঠাকুরগাঁও ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত পরামর্শ সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। সভায় সহায়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক রুমানাজামান ও কে এম আলী সম্রাট।
পরামর্শ সভার সমাপনিপর্বে মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন মাহমুদা আক্তার, আলবিদা হাসান ঐশী, আলী হোসেন ও সেতারা বেগম।
আরও পড়ুন : আমদানি-রপ্তানি হিলি স্থলবন্দরে বন্ধ
দিনব্যাপি পরামর্শ সভায় দলীয় কাজের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংষ্কৃতিক ক্ষেত্রে স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে সম্ভাব্যবতা যাচাই করা হয়। স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সমাধান করার পরামর্শ দেওয়া হয়। আইআরআই এবং ইউএসএইড-এর সহযোগিতায় সভাটি আয়োজন করা হয়।
সান নিউজ/এমআর