জেলা প্রতিনিধি: ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৭ দিন অতিবাহিত হয়ে গেলেও বিক্রি করা যায়নি এবং এতে করে বিপাকে পড়েছেন আমদানিকারকরা।
আরও পড়ুন: আমদানি-রপ্তানি হিলি স্থলবন্দরে বন্ধ
বুধবার (২২ মে) সকালে আরএসবি আমদানিকারকের গুদামে গিয়ে দেখা যায়, গত ১৫ মে ভারত থেকে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেন এই প্রতিষ্ঠান। আমদানিকৃত পেঁয়াজ রাখা হয়েছে তার গুদামে। ভারত থেকে আমদানিকৃত এসব পেঁয়াজ প্রতি কেজির দাম ৬০-৬৫ টাকা। তবে পাইকাররা দাম বলছেন ৫০-৫৫ টাকা। এতে বড় ধরনের লোকসান গুনতে হবে ব্যবসায়ীকে। যার কারণে দাম পাবার আশায় গুদামে রাখা হয়েছে।
আরও পড়ুন: ট্রাক উল্টে প্রাণ গেল ২ শ্রমিকের
অপরদিকে হিলি বন্দর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম সমান থাকায় ভারতীয় পেঁয়াজের চাহিদাও কম।
সান নিউজ/এএন