জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ৩
সোমবার (২০ মে) ভোর পৌনে ৬টার দিকে সেবারহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সেবারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অটোরিকশাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার ২ মাদক কারবারির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।
সান নিউজ/এএন