জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার রংগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ পিস সেগুন গাছের গুঁড়ি জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
রোববার (১৯ মে) রাতে ২টায় এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: বজ্রপাতে বিমান ওঠানামায় বিঘ্ন
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি কাঠের ডিপো থেকে এই সকল গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। এখানে কিছু গাছের গুঁড়িতে মার্কিং নম্বর থাকলেও অধিকাংশ গুঁড়িতে তা নেই। বাংলাদেশের সরকারি ক্রয়াদেশের বাইরে অধিকাংশ গাছের গুঁড়ির রাখার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, এই সময় ঘটনাস্থলের আশপাশের ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় বনবিভাগ গাছের গুঁড়িগুলো জব্দ করে
ও নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ