জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে।
সোমবার (২০ মে) সকাল ৮টা থেকে বিমান ওঠানামায় বিঘ্ন দেখা দেয়।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২
এ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি। এ সময় সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারের ২টি বিমান সৈয়দপুরে অবতরণ করেছে।
সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, গতকাল রোববার রাতে বজ্রপাতে কারনে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ রাতের মধ্যে সেগুলো মেরামত করেছেন। কিন্তু মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামায় কিছুটা বিঘ্ন ঘটছে। তবে আজ দুপুর ২টার নাগাদ সব স্বাভাবিক হয়ে যাবে।
সান নিউজ/এমএইচ