জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলায় ট্রাকের ধাক্কায় মো. খাইরুল ইসলাম (৪৫) নামের এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন।
আরও পড়ুন: সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল
রোববার (১৯ মে) রাতে ১০টার দিকে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
আরও পড়ুন: হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি তা টেনে নিয়ে সামনে আগাতে থাকেন। এ সময় তুষখালি থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এএন