জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুরাখালী গ্রামে বজ্রপাতে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৮ মে) দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আরও পড়ুন: বাক-বিতণ্ডার জেরে নিহত ১
বজ্রপাতে পুড়ে যাওয়া বাড়িটি চুরাখালী গ্রামের মহসিন মিয়ার বাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১টায় আকস্মিক বজ্রপাতের কারনে টিনশেড ঘরটিতে আগুন ধরে যায়। এ সময় বাড়ির বাসিন্দারা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা কোনো কিছুই রক্ষা করা যায়নি। এই আগুনের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় বাড়ির মালিক মহসিন মিয়া।
আরও পড়ুন: নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান জানান, শনিবার দুপুরের ১টায় দিকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তার সসাথে বজ্রপাতও হতে থাকে। এ সময় আকস্মিক বজ্রপাতে মহসিন মিয়ার বাড়িতে আগুন ধরে যায়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
সান নিউজ/এমএইচ