গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মো. সফিউল ইসলাম আলম।
আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
শুক্রবার (১৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচপীর বাজারস্থ তার ব্যক্তিগত চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সফিউল ইসলাম আলম সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিউল ইসলাম আলম জানান, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
আরও পড়ুন: সকালের বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি
এদিকে তার নিবার্চন থেকে হঠাৎ সরে দাঁড়ানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে গত ১২ মে দুর্লভ চন্দ্র মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
গত ১৩ মে থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন। এরই মধ্যে গতকাল চেয়ারম্যান প্রার্থী সফিউল ইসলাম আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সান নিউজ/এনজে