জেলা প্রতিনিধি: ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।
আরও পড়ুন: ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন
বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হওয়ার ঘোষণা থাকলেও ভোর হওয়ার আগ থেকেই জেলার বিভিন্ন সড়কে শুরু হয় পিকেটিং।
দুই জেলায় আধাবেলার অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা। রাত সাড়ে তিনটার পর থেকে জেলার রামগড় পেরিয়ে যৌথ খামার এলাকায় গাড়িগুলো আসলে নিরাপত্তার কথা বলে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঐ এলাকাতেই গাড়িগুলো অবস্থান করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে গাড়ি চালকসহ কয়েক শ যাত্রী।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
খাগড়াছড়ি জেলা সদরসহ প্রতিটি উপজেলাতে র সমর্থনে সড়কে পিকেটাররা অবস্থান নিয়েছে। জেলায় অন্তত বিশটির বেশি স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান বলেন, অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলোকে স্কট দিয়ে খাগড়াছড়ি নিয়ে আসা হবে।
সান নিউজ/এএন