জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে ১৪ ঘণ্টা পরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল।
সোমবার (১৩ মে) সকাল ৮টার পরে বিমান উঠানামা শুরু হয়েছে। তবে রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি এখনও শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ।
আরও পড়ুন: পুতিন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন
তার আগে রোববার সন্ধ্যা ৬টার পরে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি করে ফ্লাইট বাতিল করা হয়েছিল। এতে ঢাকাগামী ২ শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
সৈয়দপুর বিমানবন্দরের সূত্র জানা যায়, বিমানবন্দরের রানওয়েতে উন্নয়ন কাজ চলছিল। এই অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এরপর থেকেই রানওয়ের বাতিগুলো আর জ্বলছে না। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পরে ত্রুটি খুঁজে দেখছেন। এ সময় রাতভর চেষ্টা করেও তারা ত্রুটি শনাক্ত করতে পারেনি।
আরও পড়ুন: এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা
বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, সকাল ৮টা ১ মিনিটে নভোএয়ার, ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ১টি করে ফ্লাইট অবতরণ করেন। দিনের বেলায় বিমান চলাচলে কোনো ধরনের সমস্যা নেই। এ সময় চলমান সমস্যা নিরসনে বিশেষজ্ঞ প্রকৌশলী দল কাজ করছেন। তবে আশা করি সন্ধ্যার মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে।
সান নিউজ/এমএইচ