ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমি দখলকারী আসাদুল, হিমেল, নাসিমা ও তাদের সহযোগীদের অত্যাচারের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক-পুলিশকে মারধর, চেয়ারম্যান গ্রেফতার
রোববার (১২ মে) সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গী পাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুল, হিমেল ও নাসিমা সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমি দখলকারী। তারা বিভিন্নভাবে এলাকার মানুষকে অত্যাচার, নির্যাতন ও হয়রানি করে আসছে। তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে যে কাউকে মারধর করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে ব্লাকমেইল করা ও হত্যার হুমকিসহ নানাভাবে মানুষকে অত্যাচার করে আসছে।
আরও পড়ুন: ফের আসছে অস্বস্তিকর গরম
মানববন্ধনে ফজিলা খাতুন নামের এক নারী বলেন, আমি বিধবা মানুষ। আমার বাড়িতে আর কোনো মানুষ নাই। সেই সুযোগে আসাদুল বিভিন্নভাবে আমার উপর অত্যাচার চালাচ্ছে।
এলাকার অপর বাসিন্দা তাইজুদ্দিন বলেন, আসাদুল আমার জমি দখল করার চেষ্টা করছে। আমার ফিসারির মাছ মেরে নিতে চায়। আমি কিছু বললেই আমাকে হত্যার হুমকি দেয়। সুষ্ঠু বিচার চেয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
আরও পড়ুন: গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর
এ সময় আনোয়ারা খাতুন, আইয়ুব আলীসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন। তারা সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমিদস্যু আসাদুল গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সান নিউজ/এনজে