জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্ধাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন- মিলন (৩৫) ও মোস্তফা (৪৫)। মিলনের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বন্দি ভাঙ্গা গ্রামে ও মোস্তফার বাড়ি পিরোজপুরের বালিপাড়া গ্রামে।
আরও পড়ুন : ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস মো. কামরুজ্জামান বলেন, বান্দাঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।
শরণখোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রিয় গোপাল রায় বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সান নিউজ/এমআর