জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২৫) নামের ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সময় আহত হযেছেন আরও ২ জন শ্রমিক।
শুক্রবার (১০ মে) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলার সেলিম মালের ছেলে সাব্বির মাল। আহত ব্যক্তিরা হলেন, ঐ গ্রামের ইলিয়াস হাওলাদালের ছেলে রবিন হাওলাদার (২২) ও আল আমিনের ছেলে আরমান (২৫)। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নির্মাণ শ্রমিকরা জানান, সাব্বির, রবিনসহ ৫ থেকে ৬ জন শ্রমিক পিলারের বেজে রডের তৈরি খাঁচা বসানোর সময় অসাবধনতা বসত খাঁচাটি নিয়ে পড়ে যায়। এ সময় ওয়েল্ডিংয়ের বিদ্যুতের তারে রডে জড়িয়ে ৩ জন আহত হয়। এরপর তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাব্বির মালকে মৃত ঘোষণা করেন। এর পরে আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: টঙ্গী যাচ্ছে মেট্রোরেল, বঞ্চিত আশুলিয়াবাসী
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে ১ জন মারা যায়। নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। এ সময় পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এমএইচ