নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম
শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও বেলা সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ী এলাকার আরশেদ প্রামাণিক (৬০)।
আরও পড়ুন : কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, যুগ্নীদহ এলাকায় একটি মাটিবাহী ডাম্প ট্রাক চাপায় নার্গিস খাতুন নামে এক পথচারী নিহত হন। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘাবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এ সময় আরেকটি মোটরসাইকেল এসে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত হন। ঘটনা দুটিতে আহত হন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় আনা হয়েছে। আরেকটি ট্রাককে আটকের চেষ্টা চলছে।আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/এমআর