জেলা প্রতিনিধি: পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রপাতে ফলে কারিগরি ত্রুটি দেখা দেয় এতে টোল আদায় বিঘ্নিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) ভোরে এই ঘটনা ঘটে। এরপর সেতুর মাওয়া প্রান্তে টোল প্রদানে সমস্যা হয় যার কারনে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩ কিলোমিটার যানজট দেখা দেয়।
আরও পড়ুন: উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে
কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, মঙ্গলবার রাত ৩ থেকে ৪টার দিকে বজ্রপাত হয়ে টোলস্কেলের মাদারবোর্ডে সমস্যা হয় এবং সকালে সেটি ঠিক করা হয়েছে। এ সময় ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এ বিষয় বড় ধরনের কোনো সমস্যা নয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামি পোপের সাক্ষাৎ
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার বলেন, সকালের দিকে টোলস্কেলে সাময়িক সময়ের জন্য সমস্যা দেখা দেয়। এই সময় গাড়ি এসে জমতে থাকে টোলপ্লাজার সামনে। ১ থেকে দেড় ঘণ্টার মতো তীব্র যানজট ছিল। পরে বেলা সাড়ে ১০টায় আবার টোল আদায় শুরু হওয়ায় এখন সড়কের চিত্র স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/এমএইচ