জেলা প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (১৫) নামের ১ হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: কমলো তাপমাত্রা, কালবৈশাখীর সতর্কতা জারি
মৃত ছাএ আমতলী উপজেলার পূর্ব কুকুয়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন হাওলাদারের ছেলে ও এরশাদ উল উলুম মাদরাসার ছাত্র ছিলেন।
মৃতের পরিবার জানান, গত কাল বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এরপর মুষলধারে বৃষ্টি হলে বাড়ির পাশে জমে যাওয়া বিলে মাছ ধরতে যায় আব্দুল্লাহ। এর পরে হঠাৎ একটি বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, আব্দুল্লাহ এই বছর জানুয়ারি মাসে মাদরাসা থেকে কোরআনের হাফেজ হয়েছে। সোমবার রতে হঠাৎ বজ্রপাতের কারনে তার মৃত্যু হয়েছে।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
সান নিউজ/এমএইচ