রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ৬ মে ২০২৪ ১২:১৬
সর্বশেষ আপডেট ৬ মে ২০২৪ ১২:৪৩

ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলামসহ ৯ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ৩ দিন বন্ধ থাকবে বাইক চলাচল

রোববার (৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার আব্দুল বারেক।

আদালতের বেঞ্চ সহকারি মো. হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান মামলার ঘটনার সত্যতা যাচাইপূর্বক তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

সেই সঙ্গে বাদী তথা ভুক্তভোগীর জখমের বিষয়ে সিভিল সার্জনকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন: ৮ মে থেকে সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

মামলায় বাদী পক্ষের আইনজীবী মো. জামাল হোসাইন জানান, গত ১৮ এপ্রিল সিরাজদীখান থানায় একটি মামলা রুজু করা হয়। ২৪ এপ্রিল ওই মামলায় এজাহার নামীয় আসামি দেখিয়ে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল বারেকসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।

ওই দিন রাতে গ্রেফতারদের থানা পুলিশের হেফাজতে নির্যাতন করা হয়। পরদিন গ্রেফতারদের আদালতে পাঠানো হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

আইনজীবী জামার হোসাইন বলেন, জেলহাজতে থেকে আব্দুল বারেক বাদী হয়ে আদালতে সিরাজদীখান থানার ওসিসহ অন্যান্য আরও ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের হেফাজতে নির্যাতনের এ অভিযোগ দায়ের করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা