বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে রেল স্টেশনে স্টপেজের দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: পাবনায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালি
রোববার (৫ এপ্রিল) ভোরে চন্দনা কমিউটার রেলের (রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতুর সভাপতিত্বে শহরের ফরিদপুর রেল স্টেশনের আগেই রেললাইনে ট্রেন আটকে এ মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরের সদস্য ইকবাল হোসেন, সোহান আলী ও আরিফ শেখসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আরও পড়ুন: ফুডপ্যান্ডার সেলেব্রেইট মাদার্স ডে ক্যাম্পেইন
বক্তারা বলেন, ফরিদপুর একটি প্রাচীন জেলা শহর এবং অসংখ্য যাত্রী ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা করে। স্বল্প খরচ ও অল্প সময়ে তারা এ রেলে যাতায়াত করতে পারে।
কিন্তু স্টপেজ না থাকায় যাতায়াতের সুবিধা বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা। এ রেলে যাতে ফরিদপুরবাসী সুবিধা পেতে পারে সেজন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী (চন্দনা কমিউটার) ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) রেল দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
সান নিউজ/এনজে