জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো- ওই এলাকার দিনমজুর নূরে আলমের ছেলে আল-আমিন (৬) ও মেয়ে মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন : আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা
পুলিশ ও নিহতদের স্বজনরা বলেন, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে সন্ধানে নামেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/এমআর