নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত
শুক্রবার (৩ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮
নিহত আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। বকশিবাজার এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় গাড়িচালক।
আমজাদ হোসেন নামে এক পথচারী জানান, আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে বকশিবাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কাল
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আনোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সান নিউজ/এমআর