জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার শিমুলতলি মোড় এলাকার পুকুর ডুবে ওমর ফারুক (১০) ও আবু বকর (৭) নামের ২ শিশুর মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: ১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি
স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে উপজেলার গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন কামাল মিয়া। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। বৃহস্পতিবার সকালে সন্তানদের ঘরে রেখে কাজে চলে যান তারা। বাড়ি ফিরে দীর্ঘসময় ফারুক ও আবু বকরকে বাড়িতে দেখতে না পেয়ে এক পর্যায়ের খোঁজাখুজি শুরু করেন তারা। এর পরে শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা এবং তাকে হাসপাতালে পাঠায়। ছোট ছেলে আবু বকরকে উদ্ধারের আধা ঘণ্টা পর ঐ পুকুর থেকে বড় ছেলে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করেন। অপর দিকে আবু বকরকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যে ৬ অঞ্চলে ঝড় বইতে পারে
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে এখন কোনো অভিযোগ না থাকায় লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমএইচ