নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের কমিটিতে নবনির্বাচিত চারজনকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন দৈনিক ভোরের কাগজে কর্মরত উপজেলা পর্যায়ের সাংবাদিকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা পান ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ভোরের কাগজের ফরিদপুর প্রতিনিধি মশিউর রহমান খোকন, সহ সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিটো এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের কাগজের ফরিদপুর শহর প্রতিনিধি বিভাষ দত্ত। ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোরের কাগজের সালথা উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, বোয়ালামারী উপজেলা প্রতিনিধি কামরুল সিকদার, সদরপুর উপজেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম, নগরকান্দা উপজেলা প্রতিনিধি নকিব নিজাম ও চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আসলাম বেপারী।
শুভেচ্ছা পাওয়া ও দেওয়া সাংবাদিকরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বাঙালি সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা।