মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফিস, পৌরসভা ও ইউনিয়নে ডিজিটাল সেন্টারে ২১টি সর্বজনীন পেনশন স্কিম সেবা উদ্ধোধন করা হয়েছে। এছাড়াও সেবা প্রদান সংক্রান্ত হেল্পডেস্ক ও রেজিষ্ট্রেশন বুথ উদ্ধোধন করা হয়েছে।
আরও পড়ুন: হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ল
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে এ অনুষ্ঠান হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
আরও পড়ুন: তাপদাহের মধ্যে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান
এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফারিয়া আফরিন ও মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আবদুস সালামসহ জেলা সদরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সান নিউজ/এনজে