মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জে পৃথক দুটি স্থানে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন স্থানীয় মুসুল্লিরা।
আরও পড়ুন: ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খতিব পশ্চিম দেওভোগ আম্বিয়া মাদ্রাসা ও মসজিদের মুফতি জাকারিয়া আল মাহমুদ।
এদিকে বৃষ্টির জন্য প্রার্থনায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চর-কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০ টার দিকে। এতে ইমামতি করেন চর-কিশোরগঞ্জ বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহ মাহাদি।
আরও পড়ুন: গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু
দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসুল্লিরা।
এ ব্যাপারে মুফতি জাকারিয়া আল-মাহমুদ বলেন, বৃষ্টির জন্য আমরা প্রথমে নামাজ পড়ি। তারপর খুতবা পরে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দুহাত তুলে দোয়া করি।
সান নিউজ/এনজে