জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়ার মাতামুহুরী নদীতে মাছ শিকারে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আরও পড়ুন : ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বেতুয়া বাজার ব্রিজ সংলগ্ন মাতামুহুরী নদী থেকে লাশ গুলো উদ্ধার করা হয়।
নিহত জেলেরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকার ৫নং ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) এবং একই এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীতে মাছ শিকারে যান এই দুই জেলে। মাছ শিকারের একপর্যায়ে তারা নিখোঁজ হয়। এর পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল এসে লাশ দুটি উদ্ধার করে।
আরও পড়ুন : স্বর্ণের দাম আরও কমলো
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সান নিউজ/এমএইচ/এএ