জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বটির ওপর পড়ে গিয়ে রাহামনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয় বলে প্রচার চালালেও আসলে সে তার বাবার হাতে খুন হয়েছে। পরে শিশুটির মা থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: রানা প্লাজা ট্র্যাজেডি
এর আগে রাহামনির চাচা আব্দুল করিম প্রচার করছিলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে শিশুটির মা বটি দিয়ে তরকারি কাটছিল এবং রাহামনি পাশে খেলছিল।
এই সময় রাহামনির ছোট ভাই হামাগুড়ি দিয়ে বটির কাছে চলে গেলে সে তাকে সরিয়ে নিতে ছুটে যায় এবং সে হোঁচট খেয়ে বটির ওপরে পড়ে যায়। পরে তাকে বগুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১
প্রকৃত ঘটনা আড়াল করতে এসব তথ্য ছড়িয়েছিলেন রাহামনির চাচা আব্দুল করিম। পরে প্রকৃত বিষয়টি বের হলে নিহত শিশুর বাবাকে গ্রেফতার করেন কাহালু থানা পুলিশ এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে রহিম তার মেয়েকে শাসন করার সময় একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে আঘাত করেন। ব্যাগটিতে একটি ধারালো ছুরি ছিল।
আরও পড়ুন: এক জেলায় ঝড়বৃষ্টির আভাস
এ সময় ছুরির আঘাতে মেয়েটির তলপেটে ক্ষত সৃষ্টি হয়। পরে মেয়েটি গুরুতর ভাবে আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, রাহামনির মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহতের মা রোজিয়া খাতুন থানায় গিয়ে মামলাটি করেন এবং এই মামলায় বাবা রহিমকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৪ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ/এনজে