জেলা প্রতিনিধি: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন (৪৫) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-২ ডব্লিউ-এর ডি ব্লকে এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, সৈয়দুল আমিন নামের এক রোহিঙ্গা যুবক বাড়ি ফেরার পথে ২ ক্যাম্পের ডব্লিউ-এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে গতিরোধ করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: তারাকান্দায় ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
থানার ওসি জানান, কী কারণে এ খুনের ঘটনা পুলিশ তা নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
সান নিউজ/এএন