নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): ‘ক্ষুধা লাগলে খেয়ে যান’- আহ্বানে যশোরের শার্শা উপজেলার নাভারণে ফ্রি খাবার বাড়িতে খাবার খেলেন পথশিশু ও মানসিক ভারসাম্যহীনসহ ৩ শতাধিক মানুষ।
মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ও এক প্রবাসীর আর্থিক সহযোগিতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নাভারন রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাবার খাওয়ানো হয়।
উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, ‘করোনা ভাইরাস সবাইকে কি শিক্ষা দিয়েছে আমার জানা নেই। তবে এই করোনা আমাকে অনেক ভালো কিছু দিয়ে গেছে। মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হাজারো মানুষের অনুপ্রেরণায় এ খাবার বাড়ি। যতোদিন বেঁচে থাকবো, ততোদিন অনাহারীদের এভাবেই খাবার দেওয়ার চেষ্টা করে যাবো।’
সবাইকে করোনাকালে অনাহারে থাকা পথশিশু ও রাস্তার মানসিক ভারসাম্যহীনদের খাবার খাওয়ানোসহ সহায়তার আহবান জানান তিনি।
নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সারসা বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক আব্দুস সালাম গফফার, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ এ আয়োজনে অংশ নেন।