নিজস্ব প্রতিবেদক :
দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিন্দু মহাজোট মঠবাড়িয়া শাখার সভাপতি শ্যামল মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব লিটন সমদ্দার, হিন্দু মহাজোট পৌর শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক রাজীব কুমার সাহা, যুব মহাজোট সভাপতি অভিজিৎ হালদার, সাধারণ সম্পাদক তাপষ দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার, মঠবাড়িয়া জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি রতন কর্মকার, বিদ্যুৎ সাওজাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দুর্গাপূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকে তাও আবার দশমীর দিনে। পাঁচ দিনের দুর্গাপূজায় অন্ততঃ তিন দিন সরকারি ছুটির দাবি করেন। অষ্টমী, নবমী ও দশমী-এই তিন দিন আমরা সরকারি ছুটি চাই।
সান নিউজ/পিডিকে | Sun News