নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থি তারা কালীমন্দির সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায়
নিহত হয়েছেন কুলিশ্রমিক সুমন দালাল (৫২)।
নিহত সুমন গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের পুত্র।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় এই ঘটনা ঘটে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।
তিনি জানান, সুমন দালাল ভোর ৬টার দিকে তার বাড়ি থেকে টরকি বন্দরে কুলির কাজ করতে যাচ্ছিলেন। বার্থি তারা কালীমন্দিরের পাশের মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাজারের দিকে আসছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা মোটরসাইকেল চালক ফয়ছাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেন সুমনকে।
গুরুতর আহত ফয়ছাল হোসেন ও সুমন দালালকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ফয়ছাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।