নিজস্ব প্রতিবেদক:
আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ৫নং আসামি জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল বলেছেন, ‘প্রকৃত যোদ্ধারা কখনো আত্মসমর্পণ করেন না। বীরের মতো যোদ্ধার বেশে পথ চলেন।’
নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে মুজিব আদর্শে আমৃত্যু কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
ফরিদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি কামরুল হাসান বাবুলের সভাপতিত্বে এই আয়োজনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, অ্যাড. বদিউজ্জামান বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, আয়োজক সংগঠনের সহ সভাপতি অরুণ মণ্ডল, আলাউদ্দিন আল আজাদ ও ডা. নাদিম হোসেন।
সান নিউজ/ এআর