আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে জেলা প্রশাসনের উদ্যােগে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে
রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের কয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রাটি উদ্ভোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মুক্তাধর।
এ সময় নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক-উৎসব। নানা আয়োজনের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেয়া হয়।
আরও পড়ুন: আন্তর্জাতিক ঘটনার প্রভাব বাজারে পড়বে
কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর বলেন, অতীতের সকল দুংখ-কষ্ট-গ্লানিকে মুছে ফেলে, সবার কল্যাণ কামনা করে এ নতুন বছরকে বরণ করে নেয়ার গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ।
নববর্ষ উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। সবাই যেন নির্বিঘ্নে এ উৎসবমুখর দিনটি আনন্দের সাথে পালন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন
নববর্ষ উদযাপন উপলক্ষে পৌরসভা এলাকার এক বাসিন্দা দীপ্ত জানান, সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পহেলা বৈশাখের জন্য। কারণ বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই নববর্ষ।
মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, মিষ্টিমুখ, কোলাকুলি, হালখাতা, আড্ডা এবং নতুন জামা পরিধানের মধ্যে দিয়ে নতুন বছরকে আহ্বান জানানো ও বরণ করে নেয়া হয়।
আরও পড়ুন: ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু
এ সময় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি হয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন নববর্ষ উদযাপনকারী সর্বস্তরের জনগণ।
শোভাযাত্রা ও আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উপভোগ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এ আনন্দমুখর উৎসবে অংশ নেয় সকল শ্রেণী পেশার মানুষ, জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সান নিউজ/এনজে