নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: নকশার শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণের দায়ে চার ভবন মালিককে মোট ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করেছে বরিশাল সিটি করপোরেশন। অভিযুক্তদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা করপোরেশনের তহবিলে জমা দিতে চিঠি পাঠানো হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হােসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
ইসরাইল হােসেন জানান, সিটি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এম এ জলিল সড়কের আজিজ রহিম প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধি বহির্ভূতভাবে ১৪ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি সিটি করপোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাকে পাঁচ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়।
একই সড়কের রেজিন উল কবির প্ল্যানের শর্ত ভঙ্গ করে ১০তলা আবাসিক ভবন নির্মাণ শুরু করেন। তাকে ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।
১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার প্ল্যানের শর্ত ভঙ্গ করে ৯তলা আবাসিক ভবন নির্মান করেছেন। তাকে চার লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা জরিমানা করা হয়েছে।
১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের পূর্বপাশের ১নং পুল সংলগ্ন এলাকার আবদুল হাই ১৫তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করেন। তাকে ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।
সান নিউজ/ এআর