নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তর সিটিতে অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত দুই শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আইন অমান্য করায় পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অনেকেই ব্যবসা করতে লাইসেন্স নিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের, অথচ প্রতিষ্ঠান খুলে বসে আছেন উত্তর সিটি এলাকায় । প্রতিষ্ঠানের সাইনবোর্ডের জন্য নেওয়া হয়নি অনুমতিও।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে অনিয়মের এ চিত্র।
রাজধানীর গুলশান বনানী ও বাড্ডা এলাকায় একযোগে চলে অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড উচ্ছেদ অভিযান। এ সময় গুলশান এলাকার নামি-দামি সব প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এমনকি ফুটপাত দখল করে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ বলেন, ‘বিজ্ঞাপন প্রদর্শনী কর দিতে হবে। যেই লাগাবে তার ট্যাক্স দিতে হবে। না দিলে ভেঙে ফেলবো।’
অভিযান এলাকা পরিদর্শন করে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আইন মানতে ব্যবসায়ীদের আহ্বান জানান।
উত্তর সিটির মেয়র বলেন, দক্ষিণের লাইসেন্স দিয়ে উত্তরে, আর উত্তরের লাইসেন্স দিয়ে দক্ষিণে চালানো হচ্ছে।
ভবনে যেকোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড ব্যানার ও প্যানাফ্লেক্স এলইডি প্রদর্শন করলে সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ অনুসারে ট্যাক্স দিতে হয়।
সান নিউজ/ বিএম/ এআর