জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মেরুং বাজারের একটি কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে পানির হাউস সংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে আগুনে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতো কম সময়ের মধ্যে কমপক্ষে ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: ঢাকাসহ ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ব্যবসায়ীদের কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।
সান নিউজ/এনজে