জেলা প্রতিনিধি: ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় মা-বাবাসহ আরও ৩ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: বেতনের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ
রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির ছেলে আনাছ আহনাফ (৩) এবং মেয়ে মাশুরা মোকাদ্দেছ তানাছ (১৫)।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ
পুলিশ ও স্থানীয় সূত্র বলেন, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যায়। আহত হন তাদের মা-বাবাসহ তিনজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি ওয়াজেদ আলী জানান, বাসটি আটক করা হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সান নিউজ/এএন