জেলা প্রতিনিধি: পিরোজপুরে পৃথক দুই ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ৫০
শনিবার (৩০ মার্চ) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান এক প্রেস ব্রিফিংয়ে ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটকের খবর নিশ্চিত করেন।
শুক্রবার (২৯ মার্চ) রাতে শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারি ও শহরের রাজারহাট এলাকার নদীর পাড়ে এক কিশোরীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন
আটককৃদের অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র যাদের বয়স ১৫-২০ বছরের মধ্যে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান বলেছে, গতকাল শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের ২০ থেকে ২৫ জন সদস্য তাকে লোহার পাইপ, হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লষণ করে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা অভিভাবকদের ফাঁকি দিয়ে বন্ধুদের তালে পড়ে গ্যাং কালচারে জড়িয়ে পড়ে। তারা ফেসবুক পোস্ট নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
সান নিউজ/এএন