নিজস্ব প্রতিবেদক : ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক ৪ দিনের রাষ্ট্রীয় সফরের শেষদিনে আজ কুড়িগ্রাম যাচ্ছেন।
আরও পড়ুন: চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্ত্রী জেৎসুন পেমাসহ ১৪ জন সফরসঙ্গী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে দুপুর সাড়ে ১২টায় ভুটানের রাজার কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন।
পরিদর্শন কালে ধরলা নদীর তীরবর্তী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। দুপুর দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন শেষে সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নিজ দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
সফরসূচি থেকে জানা যায়, রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক গত ২৫ মার্চ বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছান। ঢাকায় অবস্থানকালে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ ৩টি সমঝোতা স্মারকে সই করেন তিনি। আজ দুপুরে এ রাজা ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সড়কপথে কুড়িগ্রাম যাবেন। বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর জন্য নির্ধারিত স্থানও পরিদর্শন করবেন। এরপর সোনাহাট স্থলবন্দর পথে ভারত হয়ে ভুটান ফিরে যাবেন।
সান নিউজ/এএ