নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: গত কয়েক বছর ধরে বরিশাল সিটি করপোরেশনের উন্নয়ন তলানিতে গিয়ে পৌঁছেছে, তার প্রমাণ প্রকাশ করেছে খোদ স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সিটি করপোরেশনের পরও সৃষ্ট অন্য সিটি করপোরেশ উন্নয়ন তালিকায় ওপরে থাকলেও বরিশাল রয়েছে সবার শেষে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য পাওয়া গেছে।
ওই প্রতিবেদন অনুসারে, সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে এই বিভাগের আওতাধীন ২০টি দপ্তর/সংস্থা/সিটি কর্পোরেশনগুলোর প্রধানরা গত বছরের ২৩ জুন তারিখে ২০১৯-২০ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণকগুলোর মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ২৯ দশমিক ৪০ নম্বর পায় বরিশাল সিটি করপোরেশন।
সর্বোচ্চ ৯৮ দশমিক ৪৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৯৮ দশমিক ৪০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে সিলেট সিটি করপোরেশন, পঞ্চম স্থানে গাজীপুর সিটি করপোরেশন, সপ্তম স্থানে কুমিল্লা সিটি করপোরেশন, নবম স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশন, দশম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, এগারোতম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বারোতম ঢাকা উত্তর সিটি করপোরেশন, ৭৫ দশমিক ৩০ নম্বর নিয়ে ১৬তম স্থানে রয়েছে রংপুর সিটি করপোরেশন, ৭৪ দশমিক ৬০ নম্বর নিয়ে ১৭ নম্বরে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন, ৭২ নম্বর নিয়ে খুলনা সিটি করপোরেশন রয়েছে ১৮ নম্বরে, ৬৯ দশমিক ৬০ নম্বর নিয়ে ১৯তম স্থানে রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
সর্বনিন্ম ২৯ দশমিক ৪০ নম্বর নিয়ে ২০তম অর্থাৎ সবার শেষে রয়েছে বরিশাল সিটি করপোরেশন।
সান নিউজ/ এআর