জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়া ফয়জুর রহমানের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২) আহত হয়েছে। বর্তমানে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম জানান, রাত ৩টার দিকে ঝড়ের সময় তাদের ঘর থেকে ৩০০ হাত দূরে বজ্রপাত হয়। বজ্রপাতের সময় বিদ্যুৎ চলে যায়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ভোর ৫টার দিকে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে তাদের ঘরে আগুন লেগে যায়। এ সময় বাকপ্রতিবন্ধী ফয়জুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়ার জন্য দরজা খুলতে যান। দরজায় বিদ্যুৎ থাকায় একে এক ৫ জনই মারা যান।
তিনি আরও জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে তাদের ঘরের উপরে থাকা পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে টিনে পড়ে। এতে পুরো ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করেন। বিকাল ৪ টার দিকে জানাজা শেষে তাদের দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বলেন, মরদেহগুলো উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সান নিউজ/এনজে