১৩ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১৩ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক-জাতিকাকে অপ্রত্যাশিত কোনো তথ্য বিভ্রান্তির মোকাবিলা করতে হবে। সাংবাদিকতার সাথে যুক্তদের উপর দুর্বৃত্তদের হামলা হতে পারে। অনলাইন কেনা বেচার ক্ষেত্রে আরও কৌশলী হন। রাতে পারিবারিক শান্তি ও সকলের সহযোগিতা পাওয়া যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা প্রবল। হঠাৎ করেই বড় অঙ্কের বকেয়া আদায় করতে পারেন। ব্যবসায়ীক বেচাকেনায় কারও উপর নির্ভর না করে নিজের মেধাকে কাজে লাগাতে পারলে সফল হবেন। রাতে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি অস্থিরতায় কাটবে। ব্যবসায়ীক কোনো লেনদেন নিয়ে অস্থির থাকবেন। সাংসারিক ক্ষেত্রে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার কোনো বিকল্প নেই। নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে রাতে অবশ্যই সৌভাগ্য আপনার কড়া নাড়বে।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ছুটোছুটির। কাজের প্রয়োজনে প্রায় সারাটা দিনই শহরের এ মাথা ও মাথা ছুটতে হবে। বৈদেশিক কাজ কর্ম নিয়ে ব্যাংকের সাথে একাধিক মিটিং করতে পারেন। দিনের শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে রাতে একটু দুর্বল লাগতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার আজ আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার। ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তার ফলও হাতে হাতেই পাবেন। চাকরিজীবী বন্ধুর সাহায্য পাওয়ার আশা রয়েছে। বড় ভাই এর সাথে যৌথ কাজে লাভ হবে কম। রাতে বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি।

কন্যা রাশি ( ২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার চাকরিতে নিজের যোগ্যতা প্রমাণের দিন। অনেকেই আপনার কর্মদক্ষতাকে হিংসে করে। আজ প্রমাণ করুন আপনি অদ্বিতীয়। কর্মকর্তার মনজয় করার জন্য চাটুকারিতা নয় দক্ষতার প্রয়োজন। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনকে রিফ্রেশ করতে পারেন।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক-জাতিকার বৈদেশিক বাণিজ্যে সকল বাধা কাটিয়ে ওঠার দিন। আমদানি রপ্তানি কাজের সুযোগ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। রাতে কোনো সামাজিক বা সাংগঠনিক সভায় আপনার উপস্থিতির প্রয়োজন হয়ে উঠবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকাকে আজ আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা হেনস্তার আশঙ্কা প্রবল। আজ জামিন হওয়ার কথা থাকলেও তা বাতিল হতে পারে। সন্ত্রাসীর কবলে পড়ার আশঙ্কা রয়েছে। পুরোনো পাওনাদার আপনার উপর অতর্কিতে হামলা চালাতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধনুর জাতক-জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি উপভোগের দিন। কাজ কাজ করে সারাটা বছরই ব্যস্ত থাকেন। আজ জীবন সাথীকে সময় দিন। ব্যবসায় নতুন কাজের ওয়ার্ক অর্ডার আনন্দকে বাড়িয়ে দেবে। রাতে বাহিরে খেতে গেলে মূল্যবান দ্রব্যাদি সামলে রাখতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে কাজের দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অধিনস্ত কর্মচারীদের সাহায্য নিন। গোপনীয় কোনো তথ্য কারও সাথে ভাগাভাগি করতে গেলে ব্যবসায় ক্ষতি হতে পারে। রাতে জীবন সাথীর কাছ থেকে কোনো সারপ্রাইজ আশা করা যায়।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে প্রেমের মূল্যায়ন করার দিন। কাছে থাকা মানুষটি যখন আঘাত পেয়ে দূরে সরে যায় তখন কেমন লাগে তা বুঝতে হবে। সন্তানের ছোট ছোট ভুলগুলো শুধরে দিয়ে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করাই আপনার কাজ। রাতে কোনো ঝামেলাপূর্ণ কাজের দায়িত্ব পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকাকে সাংসারিক পরিমণ্ডলে নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করতে হবে। আপনার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন অপ্রত্যাশিত ভাবে পূরণ হতে পারে। রাতে রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে। প্রিয়জনের জন্য নিজের কোনো মূল্যবান জিনিস বিক্রয় করতে পারেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মি...

খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়...

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত

রবিবার (২০ এপ্রিল) পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎস...

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার প্রধ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র খুনের ঘটনায় অর্থদাতা ফখরুল গ্রেফতার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলা মামলায় অর...

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহ...

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ...

হাকালুকি হাওরে ধান কাটার মহোৎসব

মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবা...

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা